বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব।পিছিয়ে নেই কলকাতা।(?)।পাড়ায় বেরোলেই শুনতে পাবেন কচিদা সোনাদাকে বলছে “আরে রোনাল্ডোটা ওই ইজি গোল মিস্ করলো।আমি কোচ থাকলে দিতাম কানের গোড়ায় একটা”।বিবাদি বাগের মেজ সেজ বাবু সহজ কিস্তিতে ঘরে আনছেন বাজারচলতি টেলিভিশন,আগে খেলুন থুড়ি দেখুন পরে ছাড়ুন(আরে মালকড়ি) স্কীমে।এধার ওধার পত্পত্ করে উড়ছে তেরঙা(কেন আর্জন্তিনার আকাশি-সাদা-আকাশি আর ব্রাজিলের হলুদ-সবুজ-নীল)।বিভিন্ন রেস্তোঁরায় ২৫% ছাড়ে বিকোনো লাতিন আমেরিকান খানার লোভ কি ছাড়া যায়।ভোটের পরে কাজ হারানো দেওয়াল লিখিয়েরা ব্যস্ত গাল লিখন এ।
বিশ্বাস করুন লজ্জা লাগে যখন দেখি বিভিন্ন চ্যানেলে বিশেষজ্ঞ(নাকি বিশেষ অজ্ঞ)মগ্ন থাকেন ৬৭ বা ৭৮ বা ৮২ সালে তিনি কি করেছিলেন(?)সেই স্মৃতি রোমন্হনে।এরা কি রামমোহন,রবীন্দ্রনাথ,স্বামিজীর উত্তরসূরী বাঙালী,এরা কি সেই বাঙালী যাদের উদ্দেশ্যে গোখলে বলেছিলেন “What Bengalis think today India thinks tomorrow”.১২০ কোটির দেশ থেকে যাদের ১১ টা বিশ্বকাপার জন্মায় না তাদের এসব মানায়।না কি এটাও একটা festival.
যবে এইসব বিশেষজ্ঞদের আমরা ভুলতে পারবো তবেই কিছু করা সম্ভব তার আগে নয়।
নিজে বাঙালী বলে বাংলাকে ভালোবাসি বলে লিখতে বাধ্য হলাম “রেখেছ বাঙালী করে মানুষ কর নাই”।
আরেকটা কথা জার্মানির খেলা দেখছেন তাদের জাত্যাভিমানটাও দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন