কিছুদিন আগে আলাপ হল বাংলাদেশ এর মধুখালি নিবাসী সুব্রত কুমার দাস এর সাথে।ভদ্রলোক Bangladesh Library Resource Centre এর প্রেসিডেন্ট।উনি মধুখালি জেলার কোড়কদি গ্রাম নিয়ে ১০ বছর গবেষণা করছেন।কোড়কদি গ্রামে আমার পূর্বপুরূষরা থাকতেন।তাই ওই গ্রাম সম্পর্কে আমার কৌতুহল অনেকদিনের।ওনার কাছে কোড়কদি সম্পর্কে অনেক তথ্য পেলাম।পূর্বপুরুষের গ্রাম সম্পর্কে জানতে পেরে ভালো লাগছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন