পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৯ জুন, ২০১০

কে বলে গো সেই প্রভাতে নেই আমি

শ্রদ্ধেয় সুবোধবাবু

আপনি আর নেই।বিশ্বাস করতে পারছি না।আমাদের স্কুল কে আপনি হৃদয় দিয়ে  ভালোবাসতেন।স্কুলের চেয়ার টেবিলগুলো ছিলো আপনার দেহস্বরুপ।কেউ চেয়ার টেবিল ফেলে দিলে আপনি প্রচন্ড রেগে যেতেন।তখন অবাক লাগলেও এখন বুঝি।
আপনার জলদগম্ভীর ইংরেজী উচ্চারণ অনঅনুকরনীয়।
একটা ঘটনা আজ খুব মনে পড়ছে।আপনি উচ্চমাধ্যমিক এর টেস্ট পরীক্ষার বাংলা খাতা দেখে আমায় ১০০ এর মধ্যে ৬৭ দিয়েছিলেন।আমাকে বললেন তোকে শালা ১০ নম্বর কম দিয়েছি।তুই ৭৭ পেয়েছিস।তোকে ৭৭ দিলে তুই শালা আর পড়াশোনা করবি না।স্যর we salute you.এই ঘটনাটা আমার সারাজীবন মনে থাকবে আপনি কি অসম্ভব ঠিক ছিলেন।কখনও কখনও জেতার জন্য হারতে হয়।
আপনানার সাথে শেষ দেখা ২০০৭ সালে যমুনাভবনে স্কুলের সমাবর্তন অনুষ্ঠানে।
আর কি বলব।আপনি যেখানেই আছেন ভালো থাকবেন।আমআদের আশীর্বাদ করবেন।

                                                                                                                   আপনার হতভাগ্য ছাত্র
                      
                                                                                                                         ইন্দ্রনীল লাহিড়ী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন