পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২ জুলাই, ২০১০

দাদা ফোনটা তুলুন

BSNL-এরা টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা(?)দিয়ে থাকে। আমরাও এই পরিষেবার জালে আবদ্ধ। তবে এই জাল গত কয়েকদিন যাবৎ শিথিল। কালপ্রিট ইন্টারনেট।সারাদিন হা পিত্যেস করে বসে থাকার পর কিছুক্ষনের জন্য দেখা দিয়ে আবার তিনি বাবা ব্রহ্মা।
তো উপায়। খুঁজে বের করলাম গতমাসের টেলিফোনের বিল। তার পিছনের পাতায় ফলাও করে ছাপা আছে কয়েকজন Public Relations(?)Officer এর নাম ও টেলিফোন নম্বর ও Customer Care এর এক ইয়াবড় অফিসারের নাম ও টেলিফোন নম্বর।
তখন মাত্র দুপুর ১২টা।অত্যুৎসাহী হয়ে ডায়াল করে ফেললাম তেনাদেরকে একে একে।কিন্তু তেনাদের কি আর এসব হেজিপেঁজি ব্যাপারে মূল্যবান মাথাটি ঘামানোর সময় আছে। তাঁরা হয়তো আগামী শনি-রবি-সোমবার দীঘার কোন হলিডে হোমটা কত শতাংশ ফাঁকা থাকবে সে নিয়ে গিন্নির সাথে আলোচনায় মগ্ন।যাই হোক আধঘন্টা ধরে চেষ্টার পরও কারুর প্রসাদ পেলাম না।
কিণ্ন্তু কেন?তাহলে ফলাও করে তেনাদের বর্ষপঞ্জী ছাপার কোনও প্রয়োজন আছে কি যখন ওই খরচে কিছু মানুষের মুখে অন্ন তোলা যায়।
তেনাদের উদ্দেশ্যে লিখি দাদা ফোনটা তুলুন।আহা বকবো না।আমরা ছাপোষা বাঙালী।আমাদের কি বকার মত বুকের পাটা আছে।
পুনশ্চ: পরিবর্তন আসছে।তা বেশ আসুক।কিন্তু এনাদের কী হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন