আনমনা মণ,
নিঝুম নিঝুম শব্দ.........
এই জীবনে তাকে পেয়ে ,
খুশি কে করেছি রপ্ত
মেঘের মাঝে রোদের খেলা,
বৃষ্টির আনা গোনা ,
মনের মাঝে করেছি তোমারে,
আমার মনের সোনা ।
কি লিখবো র ভেবে না পাই,,
এই বৃষ্টি কে আমি চাইলাম ,
এই স্মৃতির মাঝে, মনের ঘরে,
তারেই মনে আঁকলাম.........
খুব ভাল লাগলো রে...লেখা চালিয়ে যা ... তোর লেখার মাধ্যমে বাংলা ভাষা সমৃদ্ধ হবে।
উত্তরমুছুন