পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ এপ্রিল, ২০১১

নতুন অতিথি

 

আজ এই ব্লগ এ পোস্ট করার জন্য আমার ৩ ঘনিষ্ঠ বন্ধু কে আমন্ত্রন জানালাম। অর্ণব আমার স্কুল এর বন্ধু এবং স্কুল এ পড়ার সময় থেকে সাহিত্য সৃষ্টিতে পারদর্শী। কৌশিক হল কবির অনলাইন লড়াই এ আমার সঙ্গী এবং আমার খুব ভাল বন্ধু। তন্ময় এর সাথে আজ অবধি মুখোমুখি দেখা হয়নি। তবে ফেসবুক এ ওর কিছু লেখা পড়েছি। আমার মত পাগলাটে হলেও লেখার গুণগত মান সত্যি ভাল।

1 টি মন্তব্য: