মনের এই ক্যানভাসে যে ছিল পাতাজুড়ে
কী আশার আকর্ষণে ছুটেছে আজ বাঁধন ছিঁড়ে
পড়ে যে রইল পিছে আবেগ সে এক ভবঘুরে
কিসের ওই বড়াই যে তার সবই যাবে ধুলোয় মিশে
কখনও বোঝেনি সে সব আভরণ পড়বে খসে
দেখবে সবাই তারে চিনবে তারে ভালো করে
দেখবো তখন তোরে ফিরিস কি তুই আমার তরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন